01
|
সম্মানিত সাপ্লায়ারগন, আসসালামু আলাইকুম
আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী 09 ডিসেম্বর 2024 পর্যন্ত অটোমোবাইল ব্রেক প্যাড ও ব্রেক সু ফ্যাক্টরীর জন্য একটি ষ্টীল স্ট্রাকচার শেড নির্মাণ কাজের সিডিউল ক্রয় করা যাবে। উক্ত টেন্ডারের প্রি বিড মিটিং 04 ডিসেম্বর 2024 এবং দরপত্র উন্মুক্ত করণের তারিখ 10 ডিসেম্বর 2024. টেন্ডারের সিডিউল বিডিপি লি: এর নিম্নোক্ত অফিস সমূহ থেকে সংগ্রহ করা যাবেঃ
কর্পোরেট অফিস-ঠিকানা: 12/এ-বি, শহীদ বদিউজ্জামান রোড, ক্যান্টনমেন্ট পোস্ট অফিস, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা
ফ্যাক্টরী অফিস- শিমুলতলী, গাজীপুর ক্যান্টনমেন্ট, গাজীপুর সদর, গাজীপুর।
সিডিউল সংগ্রহ করার জন্য নিম্নোক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
ঢাকা অফিস : মোঃ মাসুদ রানা (01782585654)
গাজীপুর ফ্যাক্টরী: মোঃ মাহবুবুর রহমান (01631890828)
ধন্যবাদ
|
25/11/2024
|
09/12/2024 |
https://drive.google.com/drive/folders/1tkau55sNLYD0Z2STlP0OjF52Tf3RheTo?usp=sharing
|